Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাজেট সহায়তায় বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশের সঙ্গে এডিবির সুসম্পর্ক রয়েছে ও এডিবি দেশের জনগণের প্রয়োজনে তাদের পাশে থাকবে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ২ বিলিয়ন ঋণ সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে এডিবির সুসম্পর্ক রয়েছে ও এডিবি দেশের জনগণের প্রয়োজনে তাদের পাশে থাকবে।

“সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধীনে এই অর্থবছরের (২০২২-২৩) জন্য  জন্য প্রায় ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হয়েছে।”

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎকালে এডিমন গিনটিং এ কথা বলেন।

বাংলাদেশকে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে কোভিড-১৯ এর বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য এডিবির প্রশংসা করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের কার্যক্রমের প্রশংসা করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

২০২৩ সালে বাংলাদেশ ও এডিবির ৫০তম বার্ষিকী উদযাপন নিয়েও আলোচনা করেন তারা।

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের কার্যক্রমের প্রশংসা করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

কামাল বলেন, এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এডিবি এ পর্যন্ত বাংলাদেশকে ২৭.৫৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে।

অর্থমন্ত্রী করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য এডিবিকে ধন্যবাদ জানান।

তিনি এডিবিকে আরও উন্নয়ন সহায়তা দেওয়ার অনুরোধ জানান। বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশনের পর উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায়।

গিনটিং বলেন, এডিবি এই মহামারী থেকে উত্তরণের জন্য জনগণের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধার করতে শুরু থেকেই বাংলাদেশকে সহায়তা করে আসছে ও ভবিষ্যতে এডিবি সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

   

About

Popular Links

x