Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন কর

প্রস্তাবিত বাজেট অনুযায়ী একাধিক গাড়ির মালিকদের আগামী অর্থবছর থেকে কার্বন কর দিতে হবে

আপডেট : ০১ জুন ২০২৩, ০৫:৪৩ পিএম

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একাধিক গাড়ির মালিকদের কাছ থেকে কার্বন কর নেওয়া হবে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশের সময় এ প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, “প্রস্তাবিত বাজেট অনুযায়ী একাধিক গাড়ির মালিকদের আগামী অর্থবছর থেকে কার্বন কর দিতে হবে।”

বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, “কার্বন নিঃসরণ কমাতে ও পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত যানবাহন ব্যবহার নিরুৎসাহিত করতে সরকার কার্বন কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে।”

একাধিক যাত্রীবাহী গাড়ি, জিপ ও মাইক্রোবাসের মালিকদের গাড়ির ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ টাকা কর দিতে হবে।

প্রস্তাবিত বাজেটে কার্বন কর পাস হলে দেড় হাজার সিসির গাড়ির মালিকদের একই ইঞ্জিনের দ্বিতীয় ও পরের সব গাড়ির জন্য ২৫,০০০ টাকা কর দিতে হবে। ১,৫০০ থেকে ২,০০০ সিসির গাড়ির জন্য এই কর হবে ৫০,০০০ টাকা। ২,০০০ থেকে ২,৫০০ সিসির গাড়ির ক্ষেত্রে এই কর হবে ৭৫,০০ টাকা। ৩,০০০ সিসির গাড়ির ক্ষেত্রে ২ লাখ ও ৩,৫০০ সিসির গাড়ির ক্ষেত্রে সাড়ে ৩ লাখ টাকা কর দিতে হবে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান নিশ্চিত ও “স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রয়াসে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সবশেষ বাজেটটি আগের বাজেটের চেয়ে ১২.৩৪% বড়। ২০২২-২৩ অর্থবছরে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল।

২০২৩-২৪ সালে প্রস্তাবিত বাজেট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর মেয়াদের শেষ বাজেট।

“উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে” শিরোনামে বাজেট বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

   

About

Popular Links

x