Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে, সামনে রিজার্ভ আরও বাড়বে

আপডেট : ২৬ জুন ২০২৩, ১১:৩৪ পিএম

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩১.১৫ বিলিয়ন ডলার। গত দুইদিনের ব্যবধানে দেশের রিজার্ভের পরিমাণ বেড়েছে।

সোমবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (২২ জুন) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩০.৩০ বিলিয়ন ডলার।

আগের দিন বুধবার ২৯ বিলিয়নের ঘর অতিক্রম করে রিজার্ভ দাঁড়ায় ৩০.২ বিলিয়ন ডলার। গত ২৫ জুন রিজার্ভ ছিল ২৯.৯৬ বিলিয়ন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি দায় ১.১ বিলিয়ন ডলার পরিশোধের পর ৮ মে রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ২৯.৭ বিলিয়ন ডলারে।

এদিকে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে গতি বেড়েছে। দেশের রিজার্ভের অন্যতম উৎস রেমিট্যান্স বা প্রবাসী আয়। চলতি জুন মাসের ২৩ দিনে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) ১৯ হাজার ৪০৩ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, “রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।”

About

Popular Links