Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

২০২৩ অর্থবছরে রপ্তানি আয় ৫৫.৫৫ বিলিয়ন ডলার

২০২১-২২ অর্থবছরের রপ্তানি আয় ছিল ৫২.০৮ বিলিয়ন ডলার

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম

২০২৩ অর্থবছরে দেশের রপ্তানি আয় হয়েছে ৫৫.৫৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ৬.৬৭% বেড়েছে।

এর আগে, ২০২১-২২ অর্থবছরের রপ্তানি আয় ছিল ৫২.০৮ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্যে এসব কথা জানানো হয়েছে।

যদিও এই আয় রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৪.২৮% কম। এ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮ বিলিয়ন ডলার। তবে চাহিদার ঘাটতি, অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক সংকট ও মূল্যস্ফীতির চাপের কারণে তা অর্জন হয়নি।

তৈরি পোশাক (আরএমজি) খাত ছাড়াও, উদ্বেগজনকভাবে বেশিরভাগ উল্লেখযোগ্য রপ্তানি খাত যেমন- চামড়া, পাট, হোম টেক্সটাইল, কৃষি পণ্য ও প্রকৌশল পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

২০২৩ অর্থবছরের জুনের এক মাসে বাংলাদেশ ৫.০৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা গত অর্থবছরের জুনের ৪.৯ বিলিয়ন ডলার থেকে ২.৫১% বৃদ্ধি পেয়েছে।

এ অর্থবছরে তৈরি পোশাক (আরএমজি) খাতে সর্বোচ্চ ৪৬.৯৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। আগের অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৪২.৬১ মিলিয়ন ডলার।

   

About

Popular Links

x