Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ ব্যাংকের রেকর্ড ১৫ হাজার কোটি টাকা আয়

কেন্দ্রীয় ব্যাংকের আগের সর্বোচ্চ আয় ছিল অর্থবছরে ৮,৬০০ কোটি টাকা

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৭:৩৩ পিএম

২০২২-২৩ অর্থবছরে সরকারকে দেওয়া ঋণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের আয় ১৪৮% বেড়ে রেকর্ড ১৫ হাজার কোটি টাকা হয়েছে।

গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ২৩৯% বেড়ে প্রায় ১০,৭৫০ কোটি টাকায় দাঁড়ায়।

কেন্দ্রীয় ব্যাংক এই মুনাফার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে বলে জানান মেজবাউল হক। 

কেন্দ্রীয় ব্যাংকের আগের সর্বোচ্চ আয় ছিল অর্থবছরে ৮,৬০০ কোটি টাকা।

সরকার গত অর্থবছরে ব্যাংকিং খাত থেকে ১২৪,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যার মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ৯৭,৬০০ কোটি টাকারও বেশি।

এতে কেন্দ্রীয় ব্যাংককে ৭,০০০ কোটি টাকা সুদ পরিশোধ করা হয়েছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের সুদ বাবদ বাংলাদেশ ব্যাংক ২,০০০ কোটি টাকা আয় করেছে।

রিজার্ভ থেকে করা বিনিয়োগ থেকে আয় হয়েছে ৬,০০০ কোটি টাকা।

   

About

Popular Links

x