Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারত-আফ্রিকা বাণিজ্য এখন শত বিলিয়ন ডলারের

সম্প্রতি আফ্রিকান ইউনিয়নের জি-২০ সদস্যদেশগুলোর এক সভায় এই তথ্য উঠে এসেছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম

আফ্রিকার সাথে ভারতের বাণিজ্য এখন শত বিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং স্থিতিশীল। শুধু বাণিজ্য নয়, ভারত আফ্রিকার শীর্ষ পাঁচ বিনিয়োগকারীর মধ্যে রয়েছে এখন। যার আনুমানিক মূলধন আজ আশি বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

সম্প্রতি আফ্রিকান ইউনিয়নের জি-২০ সদস্যদেশগুলোর এক সভায় এই তথ্য উঠে এসেছে বলে ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে বলা হয়। ওই সংবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উর্ধ্বৃতি দিয়ে বলা হয়েছে, “গত এক দশকে, আফ্রিকার প্রায় সব দেশে ভারতীয় দূতাবাস খোলা হয়েছে। যেটা একটা মাইলফলক।”

“এবং শুধু দূতাবাস নয়, বিদেশে প্রথম ভারতীয় প্রযুক্তি ইনস্টিটিউট আফ্রিকায় খোলা হয়েছে। বিদেশে প্রথম ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি আফ্রিকায় খোলা হয়েছে। তাই আজকে আমার আপনাকে জোর দেওয়ার দরকার নেই যে আমরা আফ্রিকাকে কী পরিমাণ গুরুত্ব দিই” বলছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

জি-২০ তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ সম্পর্কে জয়শঙ্কর বলেন, “এটা এমন একটা বিষয় যা বহু বছর ধরে আলোচনা করা হয়েছে। জি-২০ এর দায়িত্বশীল হিসেবে আমরা আত্মবিশ্বাসী যে এমন আরো জটিল বিষয়গুলোর সমাধান হবে।”

About

Popular Links