এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে প্রতি লিটারে ২ টাকা ২৫ পয়সা। তবে পেট্রল ও অকটেনের দাম কমেনি।
প্রতি লিটার ডিজেল ও কোরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৬ টাকা। প্রতি লিটার অকটেন ও পেট্রলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে যথাক্রমে ১২৬ টাকা ও ১২২ টাকা।
রবিবার (৩১ মার্চ) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে নতুন দাম।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করে সরকার। এ হিসাবে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হবে। দেশে প্রথমবারের মতো মার্চ মাসের জন্য ঘোষিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। রবিবার দ্বিতীয় মাসের নতুন দাম নির্ধারণ করা হলো।