কমলা, আঙুর, আপেল, নাশপাতি, মাল্টাসহ কয়েক ধরনের তাজা ও শুকনা ফল আমদানির উৎসে কর ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এর ফলে এ ধরনের আমদানি করা ফলের দাম কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে।
এই ফলগুলো হলো তাজা বা শুকনা কমলা, তাজা বা শুকনা সাইট্রাস ফল, তাজা বা শুকনা আঙ্গুর, তাজা বা শুকনা লেবু, তাজা বা শুকনা অন্যান্য সাইট্রাস ফল, তাজা বা শুকনা আঙ্গুর, তাজা আপেল এবং নাশপাতি।
এর আগে, গত ৯ জানুয়ারি যখন শতাধিক পণ্য ও সেবার বিভিন্ন পর্যায়ে শুল্ক ও ভ্যাট বাড়ানো হয়, তখন সে তালিকায় এসব ফলও ছিল। সে সময় ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করা হয়। ফলে গত কয়েক বছর ধরেই চড়া বিদেশি ফলের বাজার। এসব ফলের আরেক দফা দাম বাড়ে চলতি রমজান মাসের শুরুতে। কেজিতে ২৫ থেকে ৫০ টাকা বেশি গুনতে হয় ক্রেতাদের।
বর্তমানে এসব ফলে ২৫% আমদানি শুল্ক, ২০% নিয়ন্ত্রণমূলক শুল্ক, ৩০% সম্পূরক শুল্ক, ৫% অগ্রিম কর, ১৫% ভ্যাট ও ৫% আগাম কর আছে। সব মিলিয়ে এতদিন শুল্ক-করভার ছিল ১৩৬%। অর্থাৎ ১০০ টাকা ফল আমদানি করলে ১৩৬ টাকা কর দিতে হতো। এখন এই কর কিছুটা কমবে।