Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ ব্যাংকে শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রুল

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করেন

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম

দেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক বিভাগ ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসানের জনস্বার্থে করা রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ এই রুল জারি করেন।

রিট আবেদনের পক্ষে আইনজীবী মাহমুদুল হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সংবাদমাধ্যমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।”

এর আগে আইনজীবী মাহমুদুল হাসান জানান, বাংলাদেশের দুই ধরনের ব্যাংকিং পদ্ধতি চালু আছে। সুদভিত্তিক এবং ইসলামী শরিয়াহভিত্তিক। বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী জনগণ তাদের ধর্ম পালনের অংশ হিসেবে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে লেনদেন করে থাকেন। ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো ইসলামী বিভাগ নেই। তাই বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক বিভাগ ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠার জন্য রিট করা হয়েছে।

   

About

Popular Links

x