Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স

চলতি বছরে ১৩ বার বিশ্ব বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ রেকর্ড পর্যায়ে পৌঁছালো

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম

ইতিহাসে এই প্রথম বিশ্ব বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছেছে। মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) স্বর্ণের দাম আউন্সপ্রতি ২.৯৪% বেড়ে তিন হাজার ডলারে পৌঁছেছে। এ নিয়ে চলতি বছরে ১৩ বার বিশ্ব বাজারে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে বাড়লো।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ইউরোপের ওপর নতুন করে শুল্ক হুমকির পর বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়ে আবারও সর্বোচ্চ রেকর্ড হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০% শুল্ক আরোপের হুমকি দেন।

ট্রাম্পের এমন হুমকির পর বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার আশঙ্কা দেখা দেওয়ায় স্বর্ণের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ইউরোপের শুল্কের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র শিগগির ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা সব ধরনের ওয়াইন-শ্যাম্পেনসহ অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০% শুল্ক আরোপ করবে।

এর আগে, সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ২৫% বর্ধিত শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে।

যার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের কমিশন এ তথ্য জানায়।

   

About

Popular Links

x