Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদ উপলক্ষে ব্যাংকারদের বেতন-ভাতা ২৩ মার্চ

অবসরপ্রাপ্ত পেনশনধারীদের ভাতা একই দিনে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:৪৩ পিএম

ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা আগামী ২৩ মার্চ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনধারীদের ভাতা একই দিনে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতা ও অবসরপ্রাপ্ত পেনশনধারীদের মার্চ মাসের অবসরের ভাতা ২৩ মার্চ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

এর আগে অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা ২৩ মার্চ পাবেন। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন।

   

About

Popular Links

x