Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

বুধবার থেকে দেশের বাজারে কার্যকর হবে

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:১৬ পিএম

কয়েক দফা বাড়িয়ে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬,০৯৯ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ১,১৫৪ টাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতদিন দেশের বাজারে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৪,৫২৫ টাকা। গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ দামে স্বর্ণ বিক্রি হয়। এখন সেই রেকর্ড ভেঙে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠলো।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৫৬,০৯৯ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৪৮,৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ২৭,৭০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে ১ লাখ ৫,৩০৩ টাকা।

এর আগে মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৫৪,৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৪৭,৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ২৬,৭৭৬ টাকায় বিক্রি হয় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪,৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণয় ১,১৫৪ টাকা, ২১ ক্যারেটে ১,৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণয় ৮০৫ টাকা দাম বাড়বে।

   

About

Popular Links

x