Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বর্ণের দাম আরও বাড়লো

নতুন এই দাম আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে

আপডেট : ১৭ মে ২০২৫, ১১:২৫ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ১,৩৬৫ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৯ টাকা।

নিবার (১৭ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন এই দাম আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে রবিবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন–পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।

   

About

Popular Links

x