Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

আজ ও আগামীকাল সীমিত পরিসরে ব্যাংক খোলা

লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত

আপডেট : ১১ জুন ২০২৫, ১০:৪৫ এএম

ঈদ-উল-আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি চললেও আজ বুধবার (১১ জুন) এবং আগামীকাল বৃহস্পতিবার (১২ জুন) সীমিত পরিসরে দেশের ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। আমদানি-রপ্তানি ও বৈদেশিক লেনদেন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই দুইদিনে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওষুধ শিল্পসহ আমদানি-রপ্তামুখী শিল্পপ্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ লেনদেন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য প্রধান বাণিজ্যিক অঞ্চলে ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো স্ব-স্ব বিবেচনায় খোলা রাখা যাবে।

এর আগে, গত ২৫ মে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

   

About

Popular Links

x