Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘আমাকে নাচ শেখানোর জন্য শাকিরাকে আনা হয়’

'নিজেকে মনে হয়েছিল, আমি খুব বড় মাপের শিল্পী।' 

আপডেট : ১১ জুলাই ২০১৮, ০৭:২৭ পিএম

লাইট, ক্যামেরা, অ্যাকশন— আর ছোটবেলা থেকে মা-বাবার সঙ্গে সেটে সেটে ঘুরে বেড়ানো। এভাবেই বলিউডের জাদুকরী আবহের সাথে প্রেমটা বেশ করে জমে যায় জাহ্নবীর। স্মৃতিচারণ করতে করতে ছোটবেলার মজার সব গল্প বলছিলেন শ্রীদেবী কন্যা।

একবার কি হল জানেন? বাবা প্রযোজক বনি কাপুরের ছবি ‘ওয়ান্টেড’-এর সেটে গিয়ে হাজির হন তিনি। সেটে ছিলেন ‘ভাইজান’ সালমান খান। এরপর কি হল? বললেন জাহ্নবী নিজের মুখেই। আরও বললেন শাকিরার কাছে নাচ শেখার গল্পটাও। 

জাহ্নবী বলেন, ‘সেই স্মৃতি কখনো ভুলব না। খুব মনে আছে। তখন আমার বয়স ১২ বছর। সালমান খান আর বাকি সবাই “ওয়ান্টেড” ছবির একটা নাচের মহড়া করছেন। প্রভু দেবা ছিলেন কোরিওগ্রাফার। আমি তাঁদের দেখে সেটের এক কোণে গিয়ে নাচ করছিলাম। আর তা দেখে ফেলেন সালমান খান। তিনি আমাকে ডেকে সবার মাঝে নাচ করতে বললেন। তখন ক্যাটরিনাও ছিলেন ওই সেটে। আমি শাকিরার একটা গানের সঙ্গে তাঁর মতো নাচতে শুরু করে দিই। রীতিমতো উদ্দাম নাচ নেচেছি।’

জাহ্নবী আরও বলেন, ‘তখন সবাই আমার খুব প্রশংসা করেন। আর নিজেকে মনে হয়েছিল, আমি খুব বড় মাপের শিল্পী। কিন্তু এখন ওসব নিয়ে ভাবলে মনে হয়, সেদিন সবাই আমাকে নিয়ে মজা করেছিলেন।’

পপ তারকা শাকিরার ভীষণ ভক্ত ছিলেন জাহ্নবী। ছোটবেলা থেকেই শাকিরার নাচ অনুকরণ করতেন। এ প্রসঙ্গে ছোটবেলার এক গল্প বলতে গিয়ে বলেন,  ‘ছোটবেলায় মোটা ছিলাম বলে স্কুলে নাচের অনুষ্ঠানে আমাকে নেওয়া হয়নি। আমি স্টেজের পেছনে শাকিরাকে নকল করে নাচতে শুরু করি। সবাই অবাক হয়ে আমার নাচ দেখেছে। সেদিন তাঁদের বলেছিলাম, মা-বাবা আমাকে নাচ শেখানোর জন্য শাকিরাকে বাড়িতে নিয়ে এসেছেন। পরে স্কুল থেকে মাকে ফোন করে। জানতে চায়, শাকিরা সত্যি সত্যি আমাকে নাচ শেখাতে এসেছিলেন কি না। মা শুনে অবাক। পরে মা আমাকে খুব বকা দিয়েছিলেন।’ 

ছোটবেলা থেকেই নাচতে ভীষণ পছন্দ করতেন। বলা বাহুল্য, শ্রীদেবী-কন্যা এক্ষেত্রে মাকেই অনুসরণ করেছেন। তাঁর আসন্ন ছবি ‘ধড়ক’-এর ‘ঝিংগাট’ গানের সঙ্গের নাচটা খুব উপভোগ করেছেন তিনি। বললেন, ‘“ঝিংগাট” গানের সঙ্গে নাচ খুব উপভোগ করেছি। আর নাচের সময় এতটা বিভোর থাকতাম যে ভুল করে গানের সঙ্গে ঠোঁট মেলাতাম। ফারহা খান আমাকে গানের সঙ্গে ঠোঁট মেলাতে বারণ করতেন। কারণ গানটা ছিল ছেলেদের গাওয়া।’

করণ জোহর প্রযোজিত ‘ধড়ক’ ছবিটি ২০ জুলাই মুক্তি পাবে। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে জাহ্নবীর বিপরীতে আছেন ঈশান খাট্টার।

সূত্রঃ প্রথম আলো

   

About

Popular Links

x