বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার লাকী আখন্দের ৬৩তম জন্মবার্ষিকীতে এই শিল্পীকে স্মরণ করেছে সার্চ ইঞ্জিন গুগল।
গুগল ডুডলে দেখা যাচ্ছে, টুপি পরা লাকি আখন্ড গিটার হাতে গান গাচ্ছেন।
১৯৫৬ সালের ৭ জুন পুরানো ঢাকায় জন্ম নেয়া লাকী আখন্দ পাকিস্তান থেকে দেশকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। সারগামের ব্যানারে ১৯৮৪ সালে ‘লাকী আখন্দ’ শিরোনামে একক অ্যালবাম দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। তিনি 'হ্যাপি টাচ' ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন।
তিনি একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার ‘ আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’, ‘এই নীল মনি হার’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’ গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
২০১৭ সালের ২১ এপ্রিল ৬১ বছর বয়সে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান লাকী আখন্দ।
উল্লেখ্য, বিশেষ দিবস, উৎসব বা বিশিষ্ট ব্যক্তির স্মরণে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে গুগল।