Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

চলে গেলেন অভিনেতা গিরিশ কারনাড

বেঙ্গালুরুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

আপডেট : ১০ জুন ২০১৯, ০৪:৫০ পিএম

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ, নাট্যকার, বরেণ্য অভিনেতা ও সাহিত্যিক গিরিশ কারনাড মারা গেছেন। 

সোমবার (১০ জুন) সকালে ৮১ বছর বয়সে বেঙ্গালুরুতে লাভেলি রোডের নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 

১৯৩৮ সালের ১৯ মে ভারতের মহারাষ্ট্রে জন্ম নেওয়া গুণী এ অভিনেতা ১৯৭০ সালে ‘সংস্কার’ ছবির মধ্য দিয়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন। কন্নড় ভাষার লেখক হিসেবে পরিচিত এ ব্যক্তিত্ব জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ চারবার জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কার। পদ্মশ্রীসহ (১৯৭৪) তার ঝুলিতে রয়েছে, পদ্মভূষণ (১৯৯২) ও জ্ঞানপীঠের (১৯৯৮) মত উল্লেখযোগ্য সম্মাননা। ।

দর্শকদের উপহার দিয়েছেন ইকবাল, নিশান্ত, মন্থন, স্বামী, পুকারের মত জনপ্রিয় চলচ্চিত্র। এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায় ছবিতে তার অনবদ্য অভিনয় ছিল দেখার মত। 

   

About

Popular Links

x