Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্যারিসেই ফ্রান্সের জয় উদযাপন ঐশ্বরিয়ার

ফ্রান্সের বিশ্বজয়ের বহুপ্রতীক্ষিত এই বিরল মুহূর্তে প্যারিসে থেকেই যে তাঁর সাক্ষী হতে পারবেন তা ছিল তার ভাবনার অতীত!

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ০৯:১৭ পিএম


ফ্রান্সের শিরোপা জয়ের পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফরাসি অনুরাগীরা নিজেদের মতো করে এই জয়ের আনন্দ উদযাপন করছেন। 

প্রায় দুই দশক পর জেতা ফ্রান্সকে সাপোর্ট করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। জয়ের সেই মুহূর্তটি সেলিব্রেটও করলেন ঐশ্বরিয়া প্যারিসে বসেই। মায়ের এই আনন্দের ভাগীদার হিসেবে সাথে ছিল মিষ্টি মেয়ে আরাধ্যা বচ্চনও।

গতকাল আইফেল টাওয়ার চত্বরে জমে ছিল ফরাসিদের ভিড়। বারান্দা থেকে সেই দৃশ্যটুকু ক্যামেরা-বন্দি করেছেন ঐশ্বরিয়া। পতাকা হাতে নিয়ে ফরাসি রাস্তায় চলেছে খুশির মহোৎসব।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন ঐশ্বরিয়া। ছবির সাথে লেখাছিল, ‘জানলা থেকে দেখা দৃশ্য।’


A post shared by  AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on Jul 15, 2018 at 11:55am PDT


ঐশ্বরিয়ার খুব পছন্দের জায়গা প্যারিস । কখনও কাজে, কখনও বা স্রেফ ঘুরতেই প্যারিসে যান তিনি। কিন্তু ফ্রান্সের বিশ্বজয়ের বহুপ্রতীক্ষিত এই বিরল মুহূর্তে প্যারিসে থেকে যে তাঁর সাক্ষী হতে পারবেন তা ছিল তার ভাবনার অতীত!

মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে প্যারিসে এখন বেশ সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। বলা বাহুল্য, যে দেশকে সমর্থন করেছিলেন, তাঁদের জয়ে জনপ্রিয় এই নায়িকা এখন খুশিতে আটখানা!

   

About

Popular Links

x