Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

সানি লিওন: ট্রলিংকে পাত্তা দিই না, ইচ্ছেমতো পোশাক পরি

তিনি বলেন,  প্রতিদিনই আমাকে বিভিন্ন বিষয় নিয়ে ট্রলড হতে হয়। কিন্তু এসব বিষয়কে বেশি গুরুত্ব দিতে চাই না।

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০৫:১০ পিএম

সোশ্যাল মিডিয়ায় তাকে ফলো করেন অজস্র মানুষ। বিতর্ক যেন তার সঙ্গে হাত ধরাধরি করেই চলে। তাই নিজের কাজকর্মের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রলিংয়ের শিকার হতে হয় তাকে। তবে বলিউড অভিনেত্রী সানি লিওন এবার স্পষ্ট জানিয়ে দিলেন, এসব ট্রলিংকে তিনি বিশেষ পাত্তা দেন না।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুলাই) ‘ইন্ডিয়ান লাইসেন্সিং এক্সপো ২০১৯’ এ গিয়ে নিজের মালিকানাধীন আন্ডারওয়্যার ব্রান্ড ‘স্টার ট্রাক বাই সানি লিওন’ উদ্বোধন করেন সানি। সেখানেই তাকে পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘আমি সেলিব্রিটি। প্রতিদিনই আমাকে বিভিন্ন বিষয় নিয়ে ট্রলড হতে হয়। কিন্তু এসব বিষয়কে বেশি গুরুত্ব দিতে চাই না।’’

এ দিন পোশাক পরা নিয়েও নিজের মতামত জানান সানি। বলেন, যখন যেমন ইচ্ছা হয় তখন সেই পোশাকই পরেন তিনি।

সানি আরও জানান, এ বছরই তার ‘কোকা কোলা’ ছবিটি মুক্তি পাবে।

About

Popular Links