Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

পুত্র সন্তানের জন্ম দিলেন অর্জুনের বান্ধবী গ্যাব্রিয়েলা

গ্যাব্রিয়েলার সঙ্গে তার সম্পর্ক মেয়েরা মেনে নিয়েছে বলেই দাবি করেছেন অর্জুন

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৫:৪৭ পিএম

তৃতীয় সন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বৃহস্পতিবার (১৮ জুলাই) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার বান্ধবী গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদেজ। 

বলিউড পরিচালক-প্রযোজক জে পি দত্তের মেয়ে নিধির সোশ্যাল মিডিয়া পোস্টের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা যায়, বুধবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় গ্যাব্রিয়েলাকে। তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অর্জুনের প্রথম স্ত্রী মেহেরের দুই মেয়ে মাহিকা এবং মায়রা।

উল্লেখ্য, গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে আগে মেহেরের সঙ্গে ২০ বছরের দাম্পত্য ছিল অর্জুনের। গত বছর বিচ্ছেদের কথা জানালেও এখনও আইনত তাদের বিচ্ছেদ হয়নি।

তবে গ্যাব্রিয়েলার সঙ্গে তার সম্পর্ক মেয়েরা মেনে নিয়েছে বলেই দাবি করেছেন অর্জুন। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমার দুই মেয়ের গ্যাব্রিয়েলাকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমি খুব খুশি, কোনো প্রশ্ন ছাড়াই ওরা গ্যাব্রিয়েলাকে মেনে নিয়েছে।’’

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ২০১৭ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের অ্যাম্বাসেডর ছিলেন গ্যাব্রিয়েলা। ওই দলেরই অতিথি আপ্যায়নের কাজ পেয়েছিল অর্জুনের প্রতিষ্ঠান। সেখান থেকেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা।

About

Popular Links