Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর 'আত্মহত্যা', 'বাহুবলী' অভিনেতা গ্রেপ্তার

মধু জানান, ঘটনার দিন তাকে ভারতী ফোনে আত্মহত্যা করার হুমকি দেন।

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৬:৩৬ পিএম

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তামিল ছবি 'বাহুবলী'র অভিনেতা মধুপ্রকাশ। বুধবার (৭ আগস্ট) তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মধুপ্রকাশের স্ত্রী ভারতী। তাকে যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিলো বলে জানান ভারতীর বাবা। পরে ওই অভিযোগের ভিত্তিতে মধুপ্রকাশকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, মধুপ্রকাশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই অনুযায়ী বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। 

পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে মধু জানান, ঘটনার দিন তাকে ভারতী ফোনে আত্মহত্যা করার হুমকি দেন। সেদিন সকাল ১০টার দিকে শ্যুটিংয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’-তে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল মধু প্রকাশকে। এছাড়া নানা টেলিভশন সিরিজে অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে ভারতীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

About

Popular Links