Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

পরিণীতির কপালে রক্তাক্ত ক্ষত!

বুধবার সকালের এই ইনস্টাগ্রাম পোস্ট হঠাৎ করে চমকে দেয় ভক্তদের

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৩:০৯ পিএম

বলিউড তারকা পরিণীতি চোপড়ার বুধবার (২১ আগস্ট) সকালের ইনস্টাগ্রাম পোস্ট চমকে দিয়েছিল ভক্তদের। ছবি শেয়ারিংয়ের এই মাধ্যমটিতে নিজের কপালের একটি গভীর ক্ষত চিহ্নের ছবি প্রকাশ করেন তিনি। 

তবে ছবির ক্যাপশনেই বিস্তারিত বলে দেন এই অভিনেত্রী। সেখানে বলা হয়, এটি ছিল তার অভিনীত একটি সিনেমার দৃশ্য। সিনেমার নাম ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’।  

গত আগস্টে সিনেমাটির শুটিং শুরু হয় লন্ডনে। ২০২০ সাল নাগাদ এটি মুক্তি পেতে পারে।


সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পরিনীতির প্রকাশ করা ছবিটিই ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’-এর ‘ফার্স্ট লুক’। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিনীতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের এই হার্টথ্রব লিখেছেন, "এর আগে এমন কাজ করিনি। জীবনের সব থেকে কঠিন চরিত্র এটি।"

রহস্যরোমাঞ্চ ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’ ছবিটি এমিলি ব্লান্ট অভিনীত সিনেমার রিমেক। মূল সিনেমাটিও একই নামের।

   

About

Popular Links

x