Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

মেকানিক্সের জেহিনের প্রথম প্রয়াণ দিবস

মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট ও কম্পোজার মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদের প্রথম প্রয়াণ দিবস। 

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ০৯:২৮ এএম

২২ জুলাই, ২০১৮ মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট ও কম্পোজার মানাম আহমেদের ছোট ছেলে জাহিন আহমেদের প্রথম প্রয়াণ দিবস।

গত বছর আজকের দিনে মেটাল ব্যান্ড মেকানিক্স-এর গিটারিস্ট জেহিন আত্মহত্যা করে। চেস্টার বেনিংটনের আত্মহত্যার খবরটির শোক কাটিয়ে ওঠার আগেই জেহিনের অকাল প্রয়াণের ঘটনাটি গানের জগৎকে স্তম্ভিত করে ফেলে।

আত্মহত্যার পরই তাঁকে ধানমন্ডির ল্যাব এইডে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে।


About

Popular Links