Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাগদান হলো পিয়ার, বিয়ে আগামী বছর

‘এতদিন কাউকেই পছন্দে হয়নি। আগে থেকেই দেশের বাইরে আমার স্থায়ী হওয়ার ইচ্ছে ছিল। আর বাংলাদেশেও ভালো কোনও ছেলে নাই!’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম

বাগদান সম্পন্ন হয়েছে মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবে যাচ্ছেন বলে জানালেন এই তারকা।

পিয়া জানান, পরিবারের পছন্দেই তিনি আবারও ঘর বাঁধতে চলেছেন। পাত্র বাংলাদেশি নন, থাকেন ইউরোপে। খবর বাংলা ট্রিবিউনের।

পাত্র সম্পর্কে পিয়া বলেন, “ও বাংলাদেশি না। ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করে। বাগদান বা বিয়ের দিনক্ষণ আপাতত কিছুই বলব না। আরও কিছুদিন পর বিস্তারিত জানাব।”

বিয়ে প্রসঙ্গে এই তারকা আরও বলেন, “এর আগে আমার পুরনো এক বন্ধুর সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক ছিল। সে বয়সে আমার চেয়ে এক বছরের ছোট ছিল। তার সঙ্গে ব্রেকআপের পর আমাকে পরিবার থেকে অনেক ছেলে দেখানো হয়েছিল। কিন্তু এতদিন কাউকেই পছন্দে হয়নি। আগে থেকেই দেশের বাইরে আমার স্থায়ী হওয়ার ইচ্ছে ছিল। আর বাংলাদেশেও ভালো কোনও ছেলে নাই!”

এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। অল্প কিছুদিন পর বিচ্ছেদ হয় তার। সে সংসারে তার একটি মেয়ে আছে। নাম সোহা। মেয়েটি গ্রেড টুতে পড়ে।

About

Popular Links