Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘কহো না পেয়ার হ্যায়’র পর ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক!

২০০০ সালে মুক্তি পেয়েছিল হৃতিকের সেই ছবি। ওইবছরই বহুবছরের প্রেমিকা সুজান খানকে বিয়ে করেন হৃতিক। তারপরও হৃতিকের কাছে আসে হাজার হাজার বিয়ের প্রস্তাব

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ পিএম

বলিউডের অন্যতম সুপারস্টার হৃতিক রওশন। তার অভিনীত বহু সিনেমা দিনের পর দিন কাঁপিয়েছে সিনেমা হল। সম্প্রতি হৃতিক গিয়েছিলেন কপিল শর্মার শো-তে। জীবনে কতবার বিয়ের প্রস্তাব পেয়েছেন, সেব্যাপারে ওই শো-তে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, তার একটি ছবি মুক্তি পাওয়ার পরপরই ৩০ হাজারেরও বেশি বিয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডি এই তারকা।

২০০০ সালে মুক্তি পেয়েছিল হৃতিকের সেই ছবি। যেখানে হৃতিকের বিপরীতে অভিনয় করেছিলেন আমিশা পাটেল। হৃতিক-আমিশার সেই ছবি সেসময় ঝড় তুলেছিল। ওইবছরই বহুবছরের প্রেমিকা সুজান খানকে বিয়ে করেন হৃতিক। তারপরও হৃতিকের কাছে আসে হাজার হাজার বিয়ের প্রস্তাব।

কপিল শর্মার শো-তে গিয়ে হৃতিক বলেছেন, ‘কহো না প্যায়ার হ্যা’ মুক্তির পরেই বিয়ের প্রস্তাবে ভেসে গিয়েছিলেন তিনি। ওই সিনেমা ছিল হৃতিক-আমিশা দু’জনেরই প্রথম ছবি। সেই সিনেমা হিট হতেই রাতারাতি স্টার হয়ে যান হৃতিক রওশন।

About

Popular Links