প্রথমবারের মতো বাবা বনি কাপুরের প্রযোজিত ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা দম্পতি শ্রীদেবী-বনি দম্পতির বড় মেয়ে জাহ্নবী কাপুর। ছবির নাম ‘বম্বে গার্ল’। পরিচালনা করছেন, সঞ্জয় ত্রিপাঠি।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে বনি কাপুর জানান, এই ছবিতে জাহ্নবীর চরিত্রটি তার অভিনীত অন্যান্য চরিত্র থেকে একেবারেই আলাদা।
তিনি বলেন, “ছবিটি নিয়ে আমি বেশ এক্সাইটেড। দর্শকরা ছবিটি একবার দেখার পর আর ভুলতে পারবেন না।”
প্রথমবার মেয়ের সঙ্গে ছবির কাজ করার অনুভূতি কেমন? জানতে চাইলে বনি বলেন, “আমার মনে হয় সব বাবা-মায়ের কাছে এটা খুবই ইমোশনাল জার্নি। অর্জুনের (অর্জুন কাপুর) সঙ্গেও যখন প্রথমবার একসঙ্গে কাজ করেছিলাম, একই রকম অনুভূতি হয়েছিল।”
তবে এখনই ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাতে চাননি বনি। তবে বলিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, এক টিনেজারের গল্প বলবে এই ছবি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারিতে শুটিং শুরু হবে। আপাতত নিজের পরবর্তী ছবি ‘রুহি আফজা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী।