Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

আসছে অমিতাভের ‘বাদলা’

ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের মার্চ মাসের ৮ তারিখ।

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৪:৫৫ পিএম

আসছে সুজয় ঘোষ পরিচালিত থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘বাদলা’। এতে অভিনয় করছেন বলিউডের কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চন এবং ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু। ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের মার্চ মাসের ৮ তারিখ।

বুধবার ছবিটির মুক্তির তারিখ সম্পর্কে নিশ্চিত করেছেন প্রযোজকরা। ‘বাদলা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং আজুর এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্রটি মূলত ২০১৬ সালের স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিসিবল গেস্ট’-এর অবলম্বনে নির্মিত হচ্ছে। বর্তমানে স্কটল্যান্ডে চলছে ছবিটির শুটিং।

স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিসিবল গেস্ট’-এর কাহিনীতে ছিল, প্রেমিকাকে খুনের দায়ে অভিযুক্ত হন এক ব্যবসায়ী। পরে উকিলের কাছে ওই দুর্ঘটনার বিষয়ে বলার সময় একে একে উন্মোচিত হতে থাকে ঘটনার বিভিন্ন অধ্যায়। 

প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, এ ছবিটি ছাড়াও একাধিক চলচ্চিত্র তৈরি করছে আজুর এন্টারটেইমেন্ট। সামনেই আসছে আজুর এন্টারটেইমেন্ট ও ধার্মা প্রোডাকশনস প্রযোজিত চলচ্চিত্র ‘কেসারি’। কেসারি ছবিটিও স্প্যানিশ থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘দ্য বডি’ অবলম্বনে নির্মিত হবে।


About

Popular Links