Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিয়ে করলেন জেনিফার লরেন্স

শনিবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের একটি ম্যানশনে বন্ধু কুক ম্যারোনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০২:৫৯ পিএম

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। 

শনিবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের একটি ম্যানশনে বন্ধু কুক ম্যারোনির বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

এসময় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়াও উপস্থিত ছিলেন এমা স্টোন, অ্যাডেল, অ্যামি সুমার, ক্রিস জেনারের মতো তারকারা।

২০১৮ সালের জুন থেকে দু’জনকে একসঙ্গে দেখা গেলেও গত ফেব্রুয়ারিতে বাগদান সারেন এ জুটি। এরপর মে মাসে ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদানের একটি পার্টির আয়োজনও করেন তারা।

হাঙ্গার গেমস ও এক্স-মেন সিরিজসহ অসংখ্য জনপ্রিয় হলিউড সিনেমার অভিনেত্রী জেনিফার লরেন্স। অন্যদিকে কুক ম্যারোনি পেশায় আর্ট ডিলার।

About

Popular Links