Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিরাটের টি-শার্ট ধার করে পরেন আনুশকা!

আনুশকা জানান, স্ত্রী যখন তার জামা-কাপড় পরেন তখন নাকি মনে মনে খুব খুশি হন বিরাট!

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০৯:২২ পিএম

বিরাট কোহলির আলমারি থেকে নাকি মাঝেমধ্যেই জামা ‘ধার’ করে পরেন আনুশকা শর্মা! সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী।  এক প্রতিবেদনে এখবর জানিয়েছে আনন্দবাজার।

আনুশকা জানান, “বিরাটের আলমারি থেকে মাঝেমাঝেই অনেক কিছু নিয়ে পরি আমি। যেমন ধরুন, কখনও ওর টি-শার্ট, আবার কখনও জ্যাকেট।” 

কেন বিরাটের জামা ধার করে পরেন? আনুশকা জানিয়েছিলেন, স্ত্রী যখন তার জামা-কাপড় পরেন তখন নাকি মনে মনে খুব খুশি হন বিরাট!

শুধু তাই নয় ওই সাক্ষাৎকারে বিয়েরদিন নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও নানা অজানা তথ্য ফাঁস করেন আনুশকা। 

তিনি বলেন, “বিয়ের ট্র্যাডিশনাল লাল পোশাক আমি পরতে চাইনি। আমার পছন্দ ছিল পেল পিঙ্ক। সেই মতোই ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় আমার লেহেঙ্গা বানিয়েছিলেন।” 

অবশ্য রিসেপশনে হয়েছিল ঠিক তার উল্টো। জমকালো গয়না, লালশাড়িতে সেজেছিলেন আনুশকা। পাল্লা দিয়ে বিরাটও পরেছিলেন ম্যাচিং শেরওয়ানি।

২০১৭-র ১১ ডিসেম্বর  এক হয়েছিল ভারতীয় ক্রিকেট ও বলিউড। গাটছড়া বেঁধেছিলেন বিরাট কোহালি ও আনুশকা শর্মা। বছর দুই ঘুরলেও তাদের সম্পর্কের সমীকরণ আজও এক।  দু’জনেই বুঁদ প্রেমে আর পরস্পরের প্রতি ভালবাসায় এমনটিই জানালেন আনুশকা।

About

Popular Links