Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাস্তায় চালকদের মধ্যে রেস চলে: খালেদ

বাসের এত এত যাত্রী মিলে যদি আমরা দু-তিনজন ড্রাইভার-হেলপারের অন্যায়ের প্রতিবাদ না করতে পারি, তাহলে আমাদের রাস্তায় বের হওয়ার কোনো দরকারই নেই- আনন্দ খালেদ

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ০৫:২৮ পিএম

রোববার (২৯ জুলাই) দুপুরে ঢাকার বিমানবন্দর বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনা অনেকটা নাড়া দিয়েছে সব মহলের মানুষের মনে। 

‘বাস চালানোর সময় চালকরা মোবাইল ফোনে কথা বলে। এটা বন্ধ করা দরকার। আর রাস্তায় চালকদের মধ্যে রেস, প্রতিযোগিতা তো চলছেই’। এমন মন্তব্য জানিয়েছেন অভিনেতা আনন্দ খালেদ।

বাস চাপায় দুই শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়ায় জানিয়ে আনন্দ খালেদ জানান, ‘যখন চালকরা প্রতিযোগিতা করবে কিংবা মোবাইলে ফোনে কথা বলবে, তখন যাত্রীদের প্রতিবাদ করতে হবে। আমরা অনেক সময় ভয়ে প্রতিবাদ করি না। ভয়টা কিসের? ভয়টা হলো যদি চালক ও হেলপাররা আমাদের গালি দেয়? আসলেই এই ভয়কে দূর করতে হবে। যাত্রীদের প্রতিবাদ করতে হবে। আমার বিশ্বাস, যাত্রীরা প্রতিবাদ করলে ৭০ ভাগ সড়ক দুর্ঘটনা কমে যাবে। যেহেতু কোনো কিছু করে কিংবা বলে কিছুই হচ্ছে না, তাই এ পথই আমাদের অনুসরণ করা দরকার।’

বাসের সাধারণ যাত্রীদের উদ্দেশ্য করে খালেদ জানান, ‘বাসের এত এত যাত্রী মিলে যদি আমরা দু-তিনজন ড্রাইভার-হেলপারের অন্যায়ের প্রতিবাদ না করতে পারি, তাহলে আমাদের রাস্তায় বের হওয়ার কোনো দরকারই নেই।’

সূত্র: এনটিভি অনলাইন 


   
Banner

About

Popular Links

x