Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

আট বছর পর একসাথে জুটি বাঁধলেন ঐশ্বরিয়া-অভিষেক

ঐশ্বরিয়া ও অভিষেকের সর্বশেষ ছবি 'রাবণ মুক্তি পায় ২০১০ সালে

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১০:২৯ পিএম

আট বছর পর আবার একসাথে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। এক ছাদের নিচে থাকা হলেও গত আট বছর একই সিনেমায় জুটি বাঁধেননি তাঁরা। অবশেষে রূপালি পর্দার জন্য জুটি বাঁধছেন ওই দম্পতি। 

প্রায় দেড় বছর ধরে প্রযোজক ও পরিচালক অনুরাগ কাশ্যপ এই জুটিকে রাজি করানোর চেষ্টা করছিলেন 'গুলাব জামুন' ছবিতে অভিনয়ের জন্য। এর আগে ঐশ্বরিয়া একবার 'না'-ও করে দিয়েছিলেন। অবশেষে এ দম্পতি রাজি হলেন। ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে- কে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই বচ্চন এ খবর জানিয়েছেন।  

হিন্দি 'গুলাব জামুন'-এর বাংলা 'কালোজাম'। ফ্যান্টম ফিলমসের ব্যানারে ছবিটির পরিচালক সর্বেশ মেওয়ারা।

ঐশ্বরিয়া রায় বলেন, 'এবি (অভিষেক) ও আমি গুলাব জামুন ছবিতে কাজ করতে আগ্রহী। তাঁকে বলেছি, এখনই তাঁর সিদ্ধান্ত নেওয়া দরকার যে 'মানমারজিয়ান'-এর পর সে কী করতে চায়।' তিনি আরো বলেন, 'মুভির চিত্রনাট্য অসাধারণ আর আমরা চরিত্রের জন্যও সম্পূর্ণ ফিট।'

ঐশ্বরিয়া ও অভিষেকের সর্বশেষ ছবি 'রাবণ মুক্তি পায় ২০১০ সালে। এত বছর পর আবার এই জুটিকে একসাথে দেখতে পাবেন তাদের ভক্তরা।


About

Popular Links