Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

কঙ্গনা: আমি বিয়েতে বিশ্বাস করি না

তিনি বলেন, বিয়েতে আমি বিশ্বাসও করি না। একই মানসিকতার কাউকে পাওয়াটা মুশকিল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৩:০৮ পিএম

বলিউডের প্রথম সারির অনেক অভিনেত্রীই বিয়ের কাজটা সেরে ফেলেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে অপেক্ষাকৃত কনিষ্ঠ অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ে নিয়েও। কিন্তু বিয়ে নিয়ে কঙ্গনা রানাউতের পরিকল্পনা কী?

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা অভিনীত ছবি “পাঙ্গা”। ছবিটির প্রচারণা ক্যাম্পেইনে তার কাছে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। 

জবাবে কঙ্গনা সরাসরি জানিয়ে দেন, আমার ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি চান আমি দ্রুত বিয়ে করে ফেলি। কিন্তু আমার সত্যিই তেমন কোনো ইচ্ছে নেই। বিয়েতে আমি বিশ্বাসও করি না। একই মানসিকতার কাউকে পাওয়াটা মুশকিল। আর আমার কাছে বিয়ে মানেই জটিলতা।

যদিও পরে অশ্বিনী ও তার পরিচালক স্বামী নীতেশ তিওয়ারির উদাহরণ দিয়ে কঙ্গনা বলেন, “ওদের দেখে অবশ্য বিয়ের ওপর ভরসা হয়।”

উল্লেখ্য, বরাবরই ঠোঁটকাটা স্বভাবের জন্য আলোচিত কঙ্গনা। এখন ভবিষ্যতে তিনি বিয়ে করতে রাজি হলেও, তাকে বিয়ে করার ‘‘পাঙ্গা’’ কে নেবেন, সেটাই আসল প্রশ্ন!

   

About

Popular Links

x