বিনোদনের পুরনো ধারা বদলে আধুনিক বিশ্বের অধিকাংশ দর্শক মজেছেন অনলাইন স্ট্রিমিংয়ে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। সিনেমা হল, টেলিভিশন সেটের সব বিনোদন এখন ক্ষুদ্র স্মার্ট ডিভাইসেই বন্দি। যে কারণে নেটফ্লিক্সের মতো ওভার দ্য টপ সার্ভিস (ওটিটি) এখন ক্রমশ দর্শকের মূল বিনোদন মঞ্চ হয়ে উঠছে।
বিনোদন জগতে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধির হার চোখে পড়ার মতো। চমকে দেওয়ার মতো পরিসংখ্যানই বটে।
গতবছর ভারতীয় দর্শকরা সবচেয়ে বেশি কোন কোন শো দেখেছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে প্রথম জায়গা পেয়েছে “সেক্রেড গেমস সিজ়ন টু”। এরপরে সিনেমার মধ্যে- “কবীর সিং”, “আর্টিকেল ফিফটিন”, সিরিজে “বার্ড অব ব্লাড”। “দিল্লি ক্রাইম”, “হাউস অ্যারেস্টও” রয়েছে সেই তালিকায়।
নেটফ্লিক্সের এই তালিকা থেকে ধারণা করা যায়, এ অঞ্চলে তাদের গ্রাহকরা মূলত ক্রাইম-অ্যাকশন-সাসপেন্স কনটেন্ট দেখতে আগ্রহী।
এখন প্রশ্ন হলো, অন্যান্য প্ল্যাটফর্মের দর্শকদেরও কি চাহিদার ধরণ একই? অ্যামাজন প্রাইম, হটস্টার, জি ফাইভের জনপ্রিয় মাধ্যমের প্রকাশিত তালিকাও কিন্তু এমনটা বলছে। অ্যামাজনের “দ্য ফ্যামিলি ম্যান”, “মির্জ়াপুর”, “ইনসাইড এজ”, “মেড ইন হেভেন” সবচেয়ে বেশি আলোচিত শো। প্রথম তিনটি শো ক্রাইম-অ্যাকশন-থ্রিলার ঘরানারই।
হটস্টারে এবছর দর্শকরা সবচেয়ে বেশি “গেম অব থ্রোনস” ও “চেরনোবিল” দেখেছেন। যে কোনো ক্রাইম-থ্রিলার সিরিজকে টেক্কা দিতে পারে “গেম অব থ্রোনস”।
ক্রাইম-অ্যাকশন-সাসপেন্স ঘরানা বরাবরই দেশের দর্শকের কাছে প্রাধান্য পেয়েছে। সিনেমার ক্ষেত্রেও থ্রিলারের চাহিদা বেশি।