Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার দক্ষিণ ভারতীয় ছবিতে যিশু

ছবির শুটিংস্পটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৭:০১ পিএম

কলকাতার ফিল্ম ইন্ড্রাস্ট্রির সুপরিচিত অভিনেতা যিশু সেনগুপ্ত হিন্দি ছবিতে এখন নিয়মিত মুখ। এবার তাকে দেখা যাবে দক্ষিণ ভারতীয় সিনেমায়ও। ইতোমধ্যে একাধিক দক্ষিণ ভারতীয় ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, তেলুগু অভিনেতা নাগা শৌর্যের সঙ্গে ‘‘অশ্বত্থামা’’ একটি দক্ষিণী ছবিতে কাজ যিশু। ছবির শুটিংস্পটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

উল্লেখ্য, গত বছর হিন্দি ছবি ‘‘মণিকর্ণিকা”, “সড়ক টু”, “দেবীদাস ঠাকুর”, “শকুন্তলা দেবী”তে কাজ করেছেন যিশু। “টাইপরাইটার” আর “স্কাইফায়ার” নামে দু’টি ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে।

এসব সিনেমা ও ওয়েব সিরিজে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে যিশুকে। “মণিকর্ণিকা” ছিলেন কঙ্গনা রানাউতের স্বামী, “সড়ক টু”তে আলিয়া ভাটের বাবা ও “শকুন্তলা দেবী”তে বিদ্যা বালনের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন টলিউডের এই অভিনেতা।

এর আগে দক্ষিণ ভারতীয় সিনোম “এনটিআর”-এ দেখা গিয়েছিল যিশুকে। “অশ্বত্থামা” ছবিটি পরিচালনা করছেন রামানা তেজার। এটি ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

About

Popular Links