Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

গাড়িতে শাবানার স্বামী জাভেদ আখতারও ছিলেন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৬:৫১ পিএম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের কালহাপুরে এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়।

দুর্ঘটনার সময় শাবানার স্বামী ও প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারও ছিলেন। তবে তিনি আহত হননি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকাল ৩টায় কালহাপুর টোলপ্লাজার কাছে শাবানা আজমির গাড়িটিকে ধাক্কা দেয় নিয়ন্ত্রণহীন একটি ট্রাক। এতে গুরুতর আহত হন শাবানা ও তার গাড়িচালক।


দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে, তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

About

Popular Links