Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঈদে নাগরিক টিভিতে ‘সালমান শাহ উৎসব’

এর মধ্যে ঈদের দিন সকাল ১০টায় ‘মহামিলন’ এবং দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত দুপুর ১টায় প্রতিদিন প্রচারিত হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’।

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৪:০০ পিএম

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র  ২২তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে নাগরিক টিভিতে আয়োজন করা হচ্ছে ‘সালমান শাহ উৎসব’। আসন্ন ঈদুল আজহায় এই উৎসব অনুষ্ঠিত হবে।

বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র শালমান শাহ। ক্ষনজন্মা  এই  নায়ক রেখে গেছেন ২৭টি চলচ্চিত্র এবং অগণিত ভক্ত।

চ্যানেল সূত্র জানায়, ঈদের সাতদিনে সালমান শাহ অভিনীত ৮টি জনপ্রিয় সিনেমা নিয়ে এই উৎসবের আয়োজন করা হবে।

এর মধ্যে ঈদের দিন সকাল ১০টায় ‘মহামিলন’ এবং দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত দুপুর ১টায় প্রতিদিন প্রচারিত হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’।

সালমান শাহ উৎসব করার বিষয়ে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘যেহেতু বাংলা সিনেমায় সালমান শাহ অসম্ভব জনপ্রিয় একজন নায়ক। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই দর্শকদের জন্য এই উৎসব করছি। সালমানের প্রায় প্রতিটি ছবিই দর্শকপ্রিয়তা লাভ করেছিল। গত ২২ বছরে অনেক নতুন দর্শক তৈরি হয়েছে, যারা সালমানের নাম শুনেছেন কিন্তু তার সবগুলো সিনেমা দেখা হয়ে ওঠেনি। তাই আমরা এমন একটি উৎসবের আয়োজন করেছি।’


About

Popular Links