Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার ধানুশের সঙ্গে সারা!

তামিল অভিনেতা ধানুশের সঙ্গে দেখা যাবে সারাকে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৯:১৬ পিএম

বলিউড পরিচালক আনন্দ এল রাইয়ের শেষ ছবি “জিরো”। বক্স অফিসে ছবিটির আয়ও “জিরোর ঘরে”। এবার তিনি নতুন একটি ছবি তৈরি করতে যাচ্ছেন তরুণ সেনসেশন সারা আলি খান ও তামিল অভিনেতা ধানুশকে নিয়ে। ছবিতে অতিথি চরিত্রে থাকবেন অক্ষয় কুমারও।

এসব তথ্য উল্লেখ করে এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ছবিটি নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই বলেননি পরিচালক। তবে বলিউড সূত্রের খবর, ইতোমধ্যে ছবির নাম ঠিক করে ফেলেছেন তিনি। ছবির নাম রাখা হয়েছে “আটরাঙ্গি রে”। নামের মতোই ছবিতে থাকবে চমক। খুব অল্প সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস আরও জানিয়েছে, এই ছবির প্রধান চরিত্রে থাকবেন সারা। কয়েকদিন আগেই ছবির বিষয়ে নিয়ে পরিচালকের সঙ্গে দীর্ঘ আলাপ হয় সারার। তিনি নিজেও আনন্দ এল রাইয়ের সঙ্গে ছবি করতে আগ্রহী।

জানা গেছে, খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। আর কার্তিক আরিয়ানের সঙ্গে সারা অভিনীত “লাভ আজ কাল” মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

About

Popular Links