Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভালোবাসা দিবসে ‘পার্থিবে’র নতুন গান

চলতি বছরে তাদের ব্যান্ডের আরও গান প্রকাশের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৯ পিএম

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি গান প্রকাশ করেছে পপ-রক ঘরানার ব্যান্ড “পার্থিব”। গানটির টাইটেল “ভালোবাসার দিবসে”।

প্রতিবছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভালোবাসা দিবসের মতো বিশেষ দিবসগুলোতে নতুন গান প্রকাশ করে আসছে ব্যান্ডটি। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পায় “ভালোবাসার দিবসে” গানটি।

“ভালোবাসার দিবসে” গানটি লিখেছেন সুমনা, সুর করেছেন রুমান। ইউটিউব ছাড়াও গানটি শোনা যাবে স্পটিফাই, আইটিউনস, অ্যাপল মিউজিক, ন্যাপস্টার, গুগল মিউজিকসহ সব শীর্ষস্থানীয় মিউজিক শেয়ারিং অ্যাপস-এ।

পার্থিবের ভোকালিস্ট রুমন বলেন, “প্রতিটি দিবসকে আরও একটু রঙিন করে তুলতে আমরা গান রিলিজ করি যাতে শ্র্রোতারা বিষয়টির সামঞ্জস্য খুঁজে পান।”

চলতি বছরে তাদের ব্যান্ডের আরও গান প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানান রুমন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটি নিয়মিতভাবেই শ্রোতাদের নতুন গান উপহার দিয়ে আসছে। ২০১৭ সালে তারা অর্জন করেছিল “চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস”।


   

About

Popular Links

x