পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
জানা যায়, দীর্ঘদিন ধরেই স্নায়ুর রোগে ভুগছিলেন এই অভিনেতা। কথা বলা ও চলা-ফেরায় সমস্যা হচ্ছিল তার। গত ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভরতি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। সোমবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েন তাপস পাল।
তরুণ মজুমদার পরিচালিত "দাদার কীর্তি" ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তাপস পাল। এর পর "গুরুদক্ষিণা", "সাহেব", "ভালোবাসা ভালোবাসা" এমন অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। "সাহেব" ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান।
বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন 'অবোধ' ছবিতে। ২০০৯-এ তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি।