• সোমবার, জুন ২১, ২০২১
  • সর্বশেষ আপডেট : ১২:১১ দুপুর

হৃদয়ে নাড়া দেয়নি জাহ্নবীর ‘ধড়ক’

  • প্রকাশিত ১০:০৯ রাত জুলাই ২০, ২০১৮
janhvee-dhadak-online-1529762316151.jpeg
মুক্তি পেল শ্রীদেবী-তনয়া জাহ্নবীর 'ধড়ক'। ছবিঃ সংগৃহীত।

মা শ্রীদেবীর মতো নন জাহ্নবী, মন্তব্য চলচিত্র সমালোচকদের

শুক্রবারের সকাল ৯টার ভারতের আইনক্স-এর যে উৎসাহী ভিড় ‘ধড়ক’ দেখতে এসেছিল তাদের প্রায় সবাই মূলত জাহ্নবীকে দেখতেই হলে ভিড় জমিয়েছিল। 

সমালোচকদের মতে, ‘‘সাইরাট’-এর হিন্দি সংস্করণ ‘ধড়ক’ নিয়ে কারোর যে খুব মাথাব্যথা ছিল এমন নয়।

বরং, ‘সাইরাট’ দেখা দর্শকের এ ছবি একেবারেই ভাল লাগবে না! বরং ‘ধড়ক’-কে একটা ছবি হিসেবে দেখাই ভাল। এ নিয়ে করণ জোহর জোরালো আপত্তি জানাবেন, তবে ছবি তৈরির সময় তাঁর পরিচালককে গাইড করা উচিত ছিল'। 

জাহ্নবীর অভিনয় নিয়ে সমালোচকরা বলছেন, ‘এ ছবি বলে দিল জাহ্নবী কপূর একেবারেই তাঁর মা শ্রীদেবীর মতো নন। যদিও এখনও সংলাপ বলায় তাঁর আড়ষ্টতা আছে। কিন্তু  তাঁর সহজাত অভিনয় ধারা মাঝে মাঝে আলিয়া ভট্টকে মনে করিয়ে দেয়। অর্ধেক সময় নো মেক আপ লুকের জাহ্নবীর অভিনয়ের অভিব্যক্তি বি টাউনের ভবিষ্যৎকে আরও মজবুত করবে সন্দেহ নেই। তবে জাহ্নবীকে ভাল চিত্রনাট্য পেতে হবে'। 

শহিদ কাপূরের ভাই ঈশান খাট্টার কাজ কেমন হল? 

সমালোচকদের বলছেন, তাঁকেও ভাল গল্প পেতে হবে। নাচ থেকে রোম্যান্টিক হিরো, অভিনয়ের পারদর্শিতা সবই আছে তাঁর মধ্যে। কিন্তু চিত্রনাট্য তাঁকে ততটাও সহযোগিতা করেনি। ছবিতে শয়নে, স্বপনে, জাগরণে তিনি জাহ্নবীকে দেখেন! অথচ ভয়ঙ্কর বিপদ থেকে পালিয়ে কলকাতার এক চিলতে ঘরে তাঁদের লাল-নীল সংসারে প্রথম কাছে আসার, সঙ্গে থাকার পাগলামি বা উষ্ণতা কিছুই দেখা গেল না। বা দর্শককে আকর্ষণ করল না। দেখা গেল কাপড় কাচা, রান্না করা অফিস যাওয়ার রুটিন জীবন। কী আর করবেন ঈশান। তাঁদের এমন প্রাণবন্ত জুটি রোম্যান্টিক হয়েও হল না!ট

রোম্যান্সের মুখ এ ছবি ক্ষমতা দিয়ে বন্ধ করে দিয়েছে এটা মানা গেলেও প্রেমের বিরুদ্ধে যাওয়া সামাজিক প্রেক্ষাপট,  ক্ষমতার রাজনীতির ভয়াল মূর্তির ছায়া ছবি জুড়ে টেনশন তৈরি করতে ব্যর্থ হয়েছে।  বেশ কিছু সময় ছবির গল্প, আর তাঁর পরিচালক শশাঙ্ক খৈতান ছবিকে প্রেমের ছবির মোড়কে জিইয়ে রেখে দিলেন! কিছুক্ষন চলল নায়ক-নায়িকার প্রেম, গান, খুনসুটি। তারপর হঠাৎ একটা চুমুর দৃশ্য থেকে উদয়পুরের এই দুই নায়ক-নায়িকার জীবনে তোলপাড় আরম্ভ! শুরু হল হিন্দি ছবির টিপিক্যাল লড়াই- দুই পরিবারের সংঘাত আর ক্ষমতার জয়। পরিবার ছেড়ে নায়ক-নায়িকাকে পালাতে দেখে যে কারও ‘কেয়ামত সে কেয়ামত তক’ মনে পড়ে যাবে বলেই সমালোচকদের মন্তব্য। 

দ্বিতীয় পর্যায়ে ছবিটি আর মনোযোগ ধরে রাখতে পারলনা হলে আসা দর্শকদের। গতানুগতিক দৃশ্যের প্রচণ্ড একঘেয়েমি। ‘সাইরাট’-এ  নায়ক-নায়িকা যখন পালিয়ে যায় সেই অসাধ্য সাধনের টেনশন যতটা রিয়েল ছিল, ‘ধড়ক’-এ এই ঘটনা ততটাই যেন অবাস্তব লাগে। মোবাইল, ইন্টারনেটের যুগে উদয়পুরে থেকে কলকাতায় জাহ্নবী-ঈশানের সংসার, বাচ্চা সব কিছুর পর এতদিন চুপ থাকা জাহ্নবীর বাবা আবার ক্ষেপে উঠলেন!  এভাবেই চিত্রনাট্যের বুনোট শিথিল হতে থাকে।

সমালোচকরা বললে ন, ‘এই ছবির গল্পের অসঙ্গতি নিয়ে অনেক প্রশ্ন করাই যায়। তবে এই প্রশ্নের মধ্যে উদয়পুরের জল আর কলকাতার গঙ্গার জলের সন্ধে মাখা একাকিত্ব জাহ্নবীর বেঁচে থাকার বেদনায় মিশতে দেখে বেশ লাগে। ভাল লাগে ছবিতে ঈশানের বন্ধু অঙ্কিত বিস্ট আর শ্রীধর ওয়াস্টার। আর অবশ্যই অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। দর্শক খানিক নড়েচড়ে বসে। তিনি যেন ছবির খোলা হাওয়া!’


50
Facebook 50
blogger sharing button blogger
buffer sharing button buffer
diaspora sharing button diaspora
digg sharing button digg
douban sharing button douban
email sharing button email
evernote sharing button evernote
flipboard sharing button flipboard
pocket sharing button getpocket
github sharing button github
gmail sharing button gmail
googlebookmarks sharing button googlebookmarks
hackernews sharing button hackernews
instapaper sharing button instapaper
line sharing button line
linkedin sharing button linkedin
livejournal sharing button livejournal
mailru sharing button mailru
medium sharing button medium
meneame sharing button meneame
messenger sharing button messenger
odnoklassniki sharing button odnoklassniki
pinterest sharing button pinterest
print sharing button print
qzone sharing button qzone
reddit sharing button reddit
refind sharing button refind
renren sharing button renren
skype sharing button skype
snapchat sharing button snapchat
surfingbird sharing button surfingbird
telegram sharing button telegram
tumblr sharing button tumblr
twitter sharing button twitter
vk sharing button vk
wechat sharing button wechat
weibo sharing button weibo
whatsapp sharing button whatsapp
wordpress sharing button wordpress
xing sharing button xing
yahoomail sharing button yahoomail