কনসার্টে বাংলাদেশ পুলিশের সাধারণ সদস্যরা ছাড়াও মহাপরিদর্শকসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে
বাংলাদেশ পুলিশের আয়োজনে আজ (৫ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কনসার্ট ‘নিউ ইয়ার্স সেলিব্রেশন’।
এতে বিশেষ চমক হিসেবে থাকছেন সংগীতের দুই ধারার শীর্ষ তারকা জেমস ও মমতাজ।
কনসার্টে বাংলাদেশ পুলিশের সাধারণ সদস্যরা ছাড়াও মহাপরিদর্শকসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। রাসেল মাহমুদ ও মোস্তাক হোসেন মাশুকের পরিচালনায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
মতামত দিন