এর আগেও এই ছবির পোস্টার নিয়ে আপত্তি উঠেছিল
বলিউড অভিনয়শিল্পী কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির একটি পোস্টারের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন হাঙ্গেরির একজন আলোকচিত্রী। ফ্লোরা বরসি নামে ওই ফটোগ্রাফারের অভিযোগ, অনুমতি না নিয়েই ছবির নির্মাতারা তার তোলা ছবির অনুকরণ করে কঙ্গনার ফটোশ্যুট করেছেন।
দু’টি ছবির কোলাজ করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। ফ্লোরা মূলত ফ্রিলান্স শিল্পী হিসেবে কাজ করেন। তবে এখন পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠান এবিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
প্রসঙ্গত, এর আগেও এই ছবির পোস্টার নিয়ে আপত্তি উঠেছিল। সেসময় ছবির নাম ছিল ‘মেন্টাল হ্যায় কেয়া’। ওই পোস্টারগুলোতে কঙ্গনা-রাজকুমারের উপস্থাপন ভঙ্গি মানসিক রোগীদের অপমান করা হচ্ছে বলে আপত্তি জানিয়েছিল ভারতের একাধিক মনোরোগ বিষয়ক সংগঠন।
ভারতীয় গণমাধ্যমসূত্রে খবর, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বর্তমানে মানালিতে রয়েছেন কঙ্গনা। মুম্বাই ফিরে ৯ আগস্ট থেকে রাজনীতিবীদ জয়ললিতার বায়োপিকের কাজ শুরু করবেন তিনি।
মতামত দিন