থম ফিল্মের ভিডিওতেই ফুটে উঠেছে সুহানার অভিনয় দক্ষতা
“বলিউড বাদশা” খ্যাত অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খান অভিনীত প্রথম শর্ট ফিল্ম “দ্য গ্রে পার্ট অফ ব্ল্যু” মুক্তি পেয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে শর্ট ফিল্মটি আপলোড করা হয়। নবীন হলেও ইতোমধ্যে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন সুহানা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, “দ্য গ্রে পার্ট অফ ব্ল্যু” মুক্তির সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম ফিল্মের ভিডিওতেই ফুটে উঠেছে সুহানার অভিনয় দক্ষতা।
প্রসঙ্গত, সতীর্থ বন্ধুদের নিয়ে তৈরি এই শর্ট ফিল্মে সুহানা খান মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। সুহানা যে বাবার মতোই বলিউড দাপিয়ে বেড়াতে চান, বিষয়টি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শাহরুখ খান নিজেই।
এ বছর নিজের গ্রাজুয়েশন শেষ করেছেন সুহানা খান। কিন্তু উচ্চতর ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি।
অন্যান্য তারকাদের সন্তানদের মতো সুহানাও বলিউডে নিজের একটা শক্ত ভিত গড়ে তুলতে আগ্রহী, কিন্তু তার বাবা শাহরুখ খান এক সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, নিজের পড়াশোনা শেষের পরই সুহানা রুপালি পর্দায় পা রাখবেন।
মতামত দিন