বিশেষ চমক হিসেবে সালমানের সঙ্গে গানটিতে থাকছে প্রভুদেবা
মুন্নি বদনাম হুয়ি’র পর এবার মুক্তি পাচ্ছে হিন্দি অ্যাকশন-কমেডি ফিল্ম দাবাং ৩-এর বহু প্রতীক্ষিত গান ‘মুন্না বদনাম হুয়া’। গানটিতে সালমান খানের পাশাপাশি ‘মুন্নি’র সঙ্গে নাচতে দেখা যাবে প্রভুদেবাকেও। গানটির কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।
প্রভুদেবার পরিচালনায় ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। দাবাং ৩-এর মধ্য দিয়ে অভিষেক ঘটবে অভিনেতা সঞ্জয় মাঞ্জেরেকরের মেয়ে সাই মাঞ্জারেকরের। তবে ছবির মূল নায়িকা হিসাবে সোনাক্ষী সিনহাই থাকছেন।
এর আগের দুটো দাবাং হিট করেছে বক্স অফিসে। দাবাং ৩ নিয়েও আশাবাদী দর্শকেরা। এই গানে সালমান, প্রভুদেবা ছাড়াও দেখা যাবে ওয়ারিনা হুসেনকে। গানটি ইউটিউবে প্রকাশ পাওয়ার ১৪ ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে ৯ লক্ষ বার দেখা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।
মতামত দিন