তিনি বলেন, সোফায় বসে পরিস্থিতি কীভাবে খারাপ হচ্ছে তা নিয়ে শুধু অভিযোগ করতে থাকায় আমি বিশ্বাসী নই। ভালো কিছুর জন্য আমাদের প্রত্যেকেরই তার নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত
করোনাভাইরাস মহামারি মোকাবেলায় শুরু থেকেই ভিডিওবার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান চালিয়ে আসছিলেন বিখ্যাত হলিউড অভিনেতা ও মার্কিন রাজনীতিবীদ আর্নল্ড শোয়ার্জনেগার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি ঘোষণা করেন, ফ্রন্টলাইন মেডিকেলের চিকিৎসা কর্মীদের জন্য সরঞ্জাম কিনতে তিনি ‘গো-ফান্ড-মি’ নামের একটি পেজের মাধ্যমে ফ্রন্টলাইন রেসপন্ড ফান্ড তৈরি করবেন।
টার্মিনেটর খ্যাত এ অভিনেতা বলেন, ইতোমধ্যে তিনি এক মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮ কোটি ৪৩ লাখ টাকা) এখানে অনুদান হিসেবে দিয়েছেন। সেই সাথে অন্যদেরকেও সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
ইনস্টাগ্রাম পোস্ট শোয়ার্জনেগার বলেন, ‘‘সোফায় বসে পরিস্থিতি কীভাবে খারাপ হচ্ছে তা নিয়ে শুধু অভিযোগ করতে থাকায় আমি বিশ্বাসী নই। আমি সবসময় বিশ্বাস করি, ভালো কিছুর জন্য আমাদের প্রত্যেকেরই তার নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত। আমাদের নিরাপত্তা দিতে আসা প্রথম সারির নায়করা যারা হাসপাতালগুলোতে সামনে থেকে কাজ করে যাচ্ছেন তাদের রক্ষা করতে হবে। আর আমি এর অংশ হতে পেরে গর্বিত।’’
বিশ্বব্যাপী হাসপাতালগুলোকে মাস্ক, গাউন, গ্লাভস এবং ভাইরাসের বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে অনলাইন পেইজ ‘‘গো-ফান্ড-মি’’ তহবিলটি সংগ্রহ করছে।
মতামত দিন