বিকেল ৩টা ২৭ মিনিটে পোস্টটি দেওয়ার পর যথারীতি শুরু হয়েছে নিন্দা ও সমালোচনার ঝড়
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দিচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। ফেসবুক ব্যবহারকারীদের নানা সমালোচনায়ও ভ্রুক্ষেপ করছেন না তিনি। কখনও দেশসেরা শিল্পীদের (লেজেন্ড) গান শেখাবেন বলে পোস্ট দিচ্ছেন, কখনওবা সমালোচকদেরকেও কটুক্তি করছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ মে) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন যেখানে সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “চা-ওয়ালা” হিসেবে আখ্যায়িত করেছেন।
“স্ক্যান্ডাল আমার হবে না তো হবে কার? চায়ের দোকানদার নরেন্দ্র মোদির? কে দেখবে চা-্ওয়ালার স্ক্যান্ডেল? অন্যদিকে আমাকে নগ্ন দেখার মধ্যে তো বিরাট স্যাটিসফেকশন তাই না? নাহলে কি স্ক্যান্ডেল এত ভাইরাল হয়?”
শুক্রবার বিকেল ৩টা ২৭ মিনিটে পোস্টটি দেওয়ার পর যথারীতি শুরু হয়েছে নিন্দা ও সমালোচনার ঝড়।
সাধারণ ফেসবুক ব্যবহারকারী থেকে সঙ্গীতাঙ্গন সংশ্লিষ্ট অনেকেই তরুণ এই শিল্পীর কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন। আর ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনেও তাকে গালমন্দ করছেন অনেকে।
এ বিষয়ে জানতে ঢাকা ট্রিবিউনের পক্ষ থেকে শিল্পী নোবেলের মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
মতামত দিন