ছবিটিতে প্রিয়াঙ্কার পাশাপাশি থাকছেন ক্যারি-অ্যান মস, ইয়াহিয়া আবদুল মতিন টু, নেইল প্যাট্রিক হ্যারিসদের মতো তারকারা
বলিউড পেরিয়ে অনেক আগেই হলিউডে পা রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক চমকও দিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি এই ভারতীয় অভিনেত্রী অনলাইন বিনোদন প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের ‘‘মাল্টিমিলিয়ন’’ ডলারের গ্লোবাল চুক্তি করেছেন। সেই খবর পুরোনো হতে না হতেই শোনা যাচ্ছে, হলিউড সিনেমা ‘‘ম্যাট্রিক্স ফোর’’এ অভিনয় করবেন তিনি। তার বিপরীতে থাকবেন অভিনেতা কিয়ানু রিভস।
বাজেটের দিক থেকে হলিউডের সবচেয়ে বড় আর সবচেয়ে সফল সিরিজগুলোর অন্যতম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ফোর-এ প্রিয়াঙ্কার পাশাপাশি থাকছেন ক্যারি-অ্যান মস, ইয়াহিয়া আবদুল মতিন টু, নেইল প্যাট্রিক হ্যারিসদের মতো তারকারা। জানা গেছে, ছবিটিতে ‘‘নিও’’ রূপে ফিরছেন কিয়ানু। আর ‘‘ট্রিনিটি’’ চরিত্র নিয়ে সঙ্গে আছেন সহ-অভিনয়শিল্পী কেরি-অ্যান মস।
শিগগিরই দারুণ জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ধাপের শুটিং শুরু হবে জার্মানিতে। করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকে স্থগিত ছিল ‘‘ম্যাট্রিক্স ফোর’’-এর শুটিং। লকডাউনের আগে সান ফ্রান্সিসকোতে ছবির কিছু অংশের শুটিং করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সব রকম সাবধানতা অবলম্বন করেই চলছে চতুর্থ সিনেমার শুটিংয়ের কাজ।
ম্যাট্রিক্সের চতুর্থ ছবির চিত্রনাট্য লিখেছেন লানা ওয়াচোস্কি, আলেক্সান্ডার হেমন ও ডেভিড মিচেল। দ্য হলিউড এক্সপ্রেসের জানিয়েছে, ছবিটি প্রযোজনা এবং বিশ্বব্যাপী পরিবেশনা করবে ওয়ার্নার ব্রোস পিকচার্স এবং ভিলেজ রোড শো পিকচার্স। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের ১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
মতামত দিন