মাত্র ৪৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিজ বাসভবনে মারা গেলেন গুণী এ অভিনেতা
যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে নিজ বাসভবনে মারা গেছেন ব্ল্যাক প্যান্থার খ্যাত হলিউড তারকা চ্যাদউইক বোসম্যান।
শুক্রবার (২৮ আগস্ট) মাত্র ৪৩ বছর বয়সেই কোলন ক্যান্সারের কাছে হার মানলেন এ অভিনেতা।
২০০৮ সালে প্রথম বড় পর্দায় পা রাখলেও ব্ল্যাক প্যান্থার সিনেমাটির কল্যাণে মাত্র ১০ বছরের মধ্যেই জিতে নেন অস্কার। মার্ভেলের তৈরি সিনেমাটি ১.৩৪ বিলিয়ন ডলারের ব্যবসাও করে।
২০১৩ সালে জ্যাকি রবিনসনের ওপর নির্মিত বায়োপিকে অভিনয় কুরে প্রশংসা কুড়ান, এরপরের বছরই জেমস ব্রাউনের “গেট ওয়ান টপ” বায়োপিকে অভিনয় করে সবার নজর কাড়েন।
১৯৭৬ সালে জন্ম নেওয়া এ অভিনয় শিল্পী হাউওয়ার্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ আমেরিকান ড্রামা একাডেমিতে পড়াশোনার পাঠ চুকিয়ে ২০০৩ সালে ছোটপর্দার মধ্য দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১৬ সালে মাত্র ৩৯ বছর বয়সে ক্যান্সার ধরা পড়ে গুণী এ অভিনেতার।
মতামত দিন