গত ৬ আগস্ট শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু। পরে অবস্থার অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, সোমবার সকাল থেকেই সাদেক বাচ্চুর হার্টবিট বেশ কয়েকবার বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে বেশ কয়েকবার। অবশেষে ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
সাদেক বাচ্চুর বড় মেয়ে সাদিকা ফাইরোজ মেহজাবিন জানান, গত ৬ আগস্ট শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার বাবা। সেখানে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। পরে অবস্থার অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৬৬ বছর বয়সী এই অভিনেতা হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বাংলাদেশ ডাক বিভাগের সাবেক কমর্কতা সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। ‘চাঁদনী’ চলচ্চিত্রে সাদেক বাচ্চু নাম নিয়ে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। তখন থেকে এই নামেই তিনি পরিচিত হয়ে ওঠেন।
২০১৮ সালে “একটি সিনেমার গল্প” ছবিতে অভিনয়ের জন্য খল চরিত্রে সেরা অভিনেতা হিসেবে ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন সাদেক বাচ্চু।
মতামত দিন