ক্যাশলেস ট্রান্সেকশন অর্থাৎ অনলাইনে টিকিট সংগ্রহের জন্য দর্শকদের উদ্বুদ্ধ করেছে তারা
শারীরিক দূরত্ব বজায় রেখে আগামী ২৩ অক্টোবর থেকে খুলছে জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, সবগুলো শাখায় সর্বোচ্চ ৪০% টিকিট বিক্রি করা হবে। দর্শকদের অবশ্যই শারীরিক দূরত্ব মানতে হবে। প্রেক্ষাগৃহের ভেতরে বজায় রাখা হবে ১ মিটার দূরত্ব।
পাশাপাশি, প্রেক্ষাগৃহে অবস্থানের সময় দর্শকদের সার্বক্ষণিক মাস্ক পরে থাকার জন্য বলেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আর নিরাপত্তার জন্য পরিচ্ছন্নতা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন- যে কারণে বসুন্ধরা সিটিতেই থাকছে স্টার সিনেপ্লেক্স
দর্শকদেরও মানতে হবে স্বাস্থ্যবিধি।
“সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।”
তাই ক্যাশলেস ট্রান্সেকশন অর্থাৎ অনলাইনে টিকিট সংগ্রহের জন্য দর্শকদের উদ্বুদ্ধ করেছে তারা।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৬ অক্টোবর থেকে সিনেমা হলগুলোকে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার।
মতামত দিন